হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে যে কড়া হুঁশিয়ারি দিলেন শিবির সভাপতি
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম । রোববার (৪ মে) ছাত্রশিবিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
শিবির সভাপতি এক বার্তায় বলেন, গাজীপুরে হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযাত্রী, তাদের কারও ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসাথে তা প্রতিরোধ করব, ইনশাআল্লাহ।
জাহিদুল হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্ট কাউকে নূন্যতম ছাড় দেওয়া হবে না।
রোববার (৪ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে পিনাকী লিখেন, ‘হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার ওপরে হামলা; জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা। হাসনাত আবদুল্লাহকে রক্ষা করা, আপনার আমার সবার দায়িত্ব। আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায়ে রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায়ে রাখুন। ইনকিলাব জিন্দাবাদ।’
প্রসঙ্গত, হাসনাত আব্দুল্লাহর গাড়িবহরে হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রোববার (৪ মে) রাতে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল ইসলাম।
আটককৃতরা হলেন- নিজাম উদ্দিন তুষার ও জোবায়ের হোসেন শিমুল। তাদের বাড়ি বাসন থানা এলাকায় বলে জানা গেছে।